হে দুর্লভ, হে মূল্যবান, এই পবিত্র জীবন
মানে না কোনও ভেদাভেদ করে দেহে ধারণ।
জীবন প্রাপ্তি দীপ শিখায় কে করেছে সুনাম, কে আবার দুর্নাম,
কিন্তু দেহের খুঁটো পারেনি বাঁধতে তোমায়,যতই হোক পবিত্র ধাম।
তোমার দয়ায় একটি দেহ রহিয়াছে আরামে অফুরন্ত আনন্দে,
আর একটি দেহ অনাহারে,জির্ণ বস্ত্রে আঁস্তাকুড়ে রহিয়াছে নিরানন্দে।
এতো তোমার নয় হিংসা,এতো জীবনের মূল্য,
নিরানন্দ আছে বলেই তো,আনন্দের নাম,প্রতিপত্তি নইলে সব শূন্য।
জীবন সবাইকে দিয়াছে মুক্ত সুযোগ এই মোহময় জগতে,
আমরা হয়তো কেউ পারিনা বুঝিতে যতই থাকি মৃত্যুর শেষ পর্যায়তে।
জীবনের মূল্য হয়তো তারাই বোঝে,
যাদের সচকিতে অতি প্রিয় যখন জীবন ছাড়ে।
আঁখির পানে রয়েছে প্রিয় সয়নে,
বলেনা কোনো কথা মেলিয়া দু নয়নে।
সত্যিই তুমি মূল্যবান, তুমি দুর্লভ, তুমি পবিত্র
তোমার উপস্থিত, জীব সৃষ্ট মহৎ উদ্দেশ্য হয় প্রতিফলিত।
এসো আমরা প্রতিজ্ঞা করি,এই বাধাহীন জীবনে হবো না নত।।
রচনাকাল -
নিজ বাসভবন,
10/01/2017,মঙ্গলবার,
সন্ধ্যা -07:10,