বাবা আমার শক্ত খোলে নরম শাঁসের মতো,
পোক্ত হাতে স্নেহ মাখা, কোমল আদর শত।
বাবা আমার ছায়ার মতো সদা পেছন পেছন,
সাহস যোগায় অবিরত, থাকে সারা ক্ষণ।
বাবা আমার টাট্টু ঘোড়া আমি যে প্রিন্সেস,
বন্ধুর পথে মদির মায়া, স্বপ্নে আমি বেশ।
বাবা আমার গোলাপ কাঁটা আমি গোলাপ ফুল,
তুলতে গেলে বাবার শাসন, যদি করো ভুল।
বাবা আমার সবুজ পাতা আমি ক্লোরোফিল,
জীবন চলে সালোকসংশ্লেষে, এটাই মোদের মিল।
বাবা আমার পুষ্পপুট আমি রজনীগন্ধা,
সুবাস ছড়াই হৃদয় জুড়ে, সকাল হোক বা সন্ধ্যা।
বাবা আমার, বাবা তোমার, বাবা জগতময়,
বাবা ছাড়া সবই হারা, এ জীবন মরুময়।

রচনাকাল -
নিজ বাসভবন
২০/০৬/২০২১
০৭:৫৮ pm