গোধূলি পথে পিতল কলসি মেয়ে
চলে একা বাড়ির দিকে নূপুর পায়ে।
বাড়ির পথ একটু দূরে
গাছের পাখি সুর ধরে।
গোধূলি চলে সন্ধ্যা নামে
কলসি কাঁখে চাপায় বামে।
হনহনিয়ে হাঁটতে থাকে
কিসের গন্ধ ভাসে নাকে!
বাড়ির সবাই খোঁজে পথে
সন্ধ্যা থেকে রাত গতে।
সকাল হলে শোনে কানে
কাঠুরে জঙ্গল হইতে কুড়ায়ে আনে।
জীর্ণ ছিন্ন বস্ত্র রয়েছে পরনে!
এখনো অজ্ঞান অবস্থায় শয়নে।।
এই সব দৃশ্য সহিতে পারিনা আর
সমাজের অন্ত শোষক দূর হোক না এবার!
সবার ঘরে শান্তি থাকুক আসুক নারী বলে
অসহায় আর্তনাদ যাবে থেমে
হীন হবে পুরুষ বাহুবলে।
এসো এসো এগিয়ে এসো সমাজ মন্থনে
সদ্য কন্যা সন্তানের মন হতে
দূর করো পাপিদের এই রণে।।
রচনাকাল-
নিজ বাসভবন,
০১/০৪/২০১৭,শনিবার,
দুপুর -১২ঃ১০,