এসেছে ভাই এসেছে
নতুন উদ্দীপনা নিয়ে শীত,
সকাল আর সন্ধ্যে গরম তাপের মধ্যে
রয়েছি আমরা খাট্টা-মিষ্ঠা এই সংসারেতে।
একসাথে মিলেমিশে অগ্নিকুণ্ডের আছি পাশে,
জ্যোৎস্নার রাতে ঠাণ্ডা ভেজা গল্পের সাথে
আমরা বসে আছি,
সাক্ষী কলঙ্কহীন নক্ষত্র আকাশে।
কখনো আবার অন্ত্যাক্ষরি নিয়ে কেটে যেত
সুমধুর সন্ধ্যা,
শীতের মরশুমে দিনের ক্লান্তি দূর করা
এটাও ভালো পন্থা।
বারে বারে ভাবি গরমের দিন ছাড়ি,
কবে শীতে দেবো পাড়ি,
এসেছে শীত উনুনে চড়বে পিঠেপুলি,
একাকী যাবে ছাড়ি।
চরম শীতে স্মৃতি ভাবে,
কেন আসি গরমের দিন ছাড়ি!



রচনাকাল -
নিজ বাসভবন,
১৭/১২/২০১৬,শনিবার,
০৭ঃ১১AM,