মহামারীর এ দাবদাহে
আর হলো না তোমায় ডাকা॥


সূর্যি গেছে পাহাড় ঘেঁষে
শোকের স্তূপে জীবন শেষে।
দিবালোকের কানটা কেটে
চিতার আলো জ্বলছে মাঠে
কফনে আছে লাশটা ঢাকা॥


জোছনা টাও হারিয়ে গেছে
অন্ধকারে ছদ্মবেশে....
আকাশের এ তারারা খসে
অন্ধ ঘরে একলা বসে।  
ক্রন্দনে এ বুকটা ফাঁকা॥


অশ্রু ঝরে নেত্র দিয়ে
সবটা ছিলে তুমিতো প্রিয়ে।
চলার পথে একলা আমি
হারিয়ে গেলে আমার তুমি।
আজ ও আছে হৃদয়ে আঁকা॥


রচনাকাল -
নিজ বাসভবন
২৯/০৪/২০২১

ছন্দ: মাত্রাবৃত্ত

পর্ব বিভাজন: ৫+৫