বাঁচাও বাঁচাও সবুজ বাঁচাও,
নিজ হাতে জীবন সাজাও।
অরণ্যকে আপন অঙ্গ ভাবিয়া,
যত্ন নয়নে লাগাও আনিয়া।
অরণ্য জালে রইয়াছে ঘিরে অনেকে,
তাদের মধ্যে শ্রেষ্ঠ মোরা তাইকি ধ্বংস অরণ্যকে।
অরণ্য বিনাতো অচল মোরা,
জেনে তবুও অরণ্য ধ্বংস কেন করা।
প্রজন্মের তরে বাঁচায়ে রাখো,
চারাগাছ থেকে দূরে থাকো।
বাঁচাও বাঁচাও সবুজ বাঁচাও,
নিজ হাতে জীবন সাজাও।।


রচনাকাল -
নিজ বাসভবন,
রবিবার, 19/3/2017,
সন্ধ্যা- 07:12,