প্রেমের জোয়ারে ভাসালে তুমি
যখন বললে মনে কথা
রক্ত স্রোতের তীব্র বেগে
আবরু নয়ন নিম্নে লাজুক প্রথা।
আমার সময় যতই যাক
আসবে তুমি এই পথে
এক পলকে দেখা হবে
হাসি মুখে মনের রথে।
যখন ভাবি আসবে তুমি
প্রথম দেখা এইখানে
সময় গতে মনে কুয়াশা জমে
ফোনের ধ্বনি সেই হতাশা আনে।
বারে বারে ক্ষমা চায়,
শান্তনা দেয় প্রিয়া আমারে
ব্যর্থ আসা তাগিদ করে
পিতার শাসন শাসায়ে তারে।
পিতার মর্যাদায় বদ্ধ প্রিয়া
তবুও ভুলতে নারাজ আ-হা-রে!
অসহায় বেকার আমি,
অপেক্ষায় তারে শুধু খুঁজি হায়রে।।


রচনাকাল -
নিজ বাসভবন,
শুক্রবার,২৫/০৫/২০১৭,
সকাল -০৮:১৭,