রক্ত ঝরায়ে রক্ত জড়ায়ে, অটল ছাত্র সমাজ।
প্রাণের এ ভাষা প্রাণের এ আশা, প্রাণের এ শিরতাজ॥
কুর্নিশ জানাই শ্রদ্ধা জানাই, জানাই প্রেম ভালোবাসা।
শহীদ জীবনের শহীদ স্মরণের, মোদের এ বাংলা ভাষা॥
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.