আমার মনে আমার স্বপ্নে, আজও আমি আছি,
জন্ম থেকে, সদা অন্তেঃ ঢেকে, তোকে ভালোবাসি।
ভালো বাসলে, তুই হাসলে, দেখে মন যায় ভরে।
আমরণ, করিস হরণ বেদনা, হৃদয় ঘরে।
তুই সব তুই অনুভব, কোষ থেকে কোষান্তরে,
সদা আছে, বাঁধা নাকপাশে, তোর সত্তা জন্মান্তরে।
রচনাকাল -
নিজ বাসভবন
০৮-০৪-২০২১
০৮:২৩AM