বিকালের দিকে হইতালা বৃষ্টি কাজ,
আমি রাত্রে শুনতিলি অগাধ ঝিঁঝিঁ পোকার আওয়াজ।
সৌউ সময় কারেন্ট চালি আইলা,
আর তক্ষুনি হাল্কা ঘুম পাইলা।
তার পর ঘুমিতে পারলিনি!
কেনি যাঁও, পেটে কুনো থাইলানি।
তারপর ভাত খাইলি,
আর বাইরনু ঘুরি আইলি।
বাইরে দেখলি অগাধ তারা জ্বলি আছে,
আর একটা জোনাকি আইলা আমার কাছে।
অনেক কতত্তেনু দেখলি তার পিছনে আলো জ্বলেটে,
ভাল লাগা বাতাসে গাছের পতাটা হলেটে।
গাটা কিরকুম ঠান্ডা ঠান্ডা লাগচে,
মনে হয়টে সারাদিনের কষ্ট দূরে পালিচে।
আবার কারেন্ট চালি গেলা!
বাবা ডাকে ভারতের কাছে পাকিস্থান হারি গেলা।
বাবার ডাক শুনে ভাবতিলি কিরকুম ভাষা আমানকের,
শিক্ষিত লোক শুনতে পাইলে ঠাট্টা করবে,
ভাষা যে আলাদা তানকের।।



(হইতালা- হয়েছিল; শুনতিলি- শুনেছিলাম; অগাধ- অনেক;
সৌউ সময়- ঠিক তখনই; চালি আইলা- চলে এলো;
পাইলা- পেলো; পারলিনি- পারলাম না; কেনি যাঁও- কেনো জানো;
কুনো থাইলানি- কোনো ছিল না; খাইলি- খেলাম; বাইরনু- বাহিরে/বাহির থেকে; আইলি- এলাম;
দেখলি- দেখলাম; কতত্তেনু- কাছ থেকে; হলেটে- নড়েচড়ে /দুলছে; গাটা- শরীরটা;
কিরকুম- কেমন; হয়টে- হচ্ছে; পালিচে- পালিয়েছে ; চালি গেলা- চলে গেল;
ভাবতিলি- ভাবচ্ছিলাম; আমানকের- আমাদের; পাইলে- পেলে; তানকের- তাদের;)



রচনাকাল -
নিজ বাসভবন,
06/07/2016,বৃহস্পতিবার,
রাত্রি -10:10,