তুমি যে কোথায়?
একা যে লাগেনা ভালো
শুধু নেই তুমি!
যেন মন অন্ধে কালো
রয়েছে প্রদীপ,
নেই জ্বালানোর আলো
তাড়াতাড়ি এসে,
প্রদীপে অমৃত ঢালো
তুমি যে কোথায়?
একা যে লাগেনা ভালো।
রচনাকাল-
নিজ বাসভবন
১২/০৭/২০২০
দুপুর - ০১:২৪