আজকে সখীর জন্মদিন
অশুভ ছায়ার হােক বিলীন।
প্রেমের আশিস জীবন ভরে
থাকুক সদাই কবচ গড়ে।
কষ্ট থাকুক অনেক দূরে
হর্ষে থাকুক হৃদয় জুড়ে।
কোমল হাসির অমৃত যেন
ওষ্ঠে থাকে শ্রীকৃষ্ণ হেন।
মনের বাঁশরি মুক্ত হয়ে
মুগ্ধ করুক প্রকৃতি বয়ে।
প্রেম প্রকৃতি পাশে রাখুক
সারা জীবন সুখে থাকুক।