বারবার চেষ্টার পরেও অহংকারের কাছে যখন ভালোবাসা আপনা-আপনি মাথা নত করে। তখন এটাই বুঝে নেওয়া শ্রেয় যে, মানুষটি কোনদিনও ভালোবাসার যোগ্যই ছিল না। বরং ভালো লাগার একটা ভুল স্বপ্নের বাস্তব অভিজ্ঞতা ছিল।
কবিতাটি ২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১১/০৪/২০২১, ০৬:২৪ মি:
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
Subodh Kumar Sheet's poem Ahonkarer Kachhe Jakhon published on this page.