প্রেম দান শ্রেষ্ঠ
       প্রেম সদা অফুরন্ত....
সদ্ প্রেম দানে সন্তুষ্ট।
       ভুয়ো প্রেম দেখা যায় স্পষ্ট
সেই প্রেম হয় না অনন্ত
        ভুয়ো প্রেমিক-প্রেমিকা তাতে নষ্ট।
কিন্তু সদ্ প্রেম হারালে হয় কষ্ট
         গরিবের জীবনে যেন লেগে থাকা খাওয়া পান্ত
তবুও সদ্ প্রেমে আজীবন তুষ্ট।
           সদ্ প্রেমই আজীবন পুষ্ট।।


রচনাকাল -
নিজ বাসভবন,
19/06/2017,সোমবার,
সকাল-09:50,