আষাঢ়ে বৃষ্টি এলো এবার মুখে হাসি নিয়ে,
চাষী ভাই মাঠে যায় পাখিয়া মাথায় দিয়ে।
চাষাভুষো মানুষ তারা চাষই জীবন,
দুই চাষ করে তারা বোরো-আমন।
রোদ্দুরে পুড়ে কষ্ট করে চাষী ভাই আমার!
শস্য অর্থ উপার্জন করে চালায় কষ্টে সংসার।
আষাঢ়ের বৃষ্টি যেমনি আসে তেমনি চলে যায়,
তার ফল পেয়ে চাষী ভায়রা অপ্রতিম মজা পায়!
কখনো হাসি কখনো কষ্ট এ যেন জীবনের পথ্য,
দারিদ্র চাষির জীবনে এইগুলোই আসল তথ্য।।
রচনাকাল -
নিজ বাসভবন,
13/07/2017,
সকাল -09:45,