ও অনুভবী এ জগৎবাসী,
তোমাদের মনে রয়েছে কাব্যের অতল ভাবনা রাশি রাশি ।
তাই মনের দরজা খুলে মুক্ত করো না একটু, এই খোলা পরিবেশে,
পাঠককেও তারা ঠিক করে নেবে বশে, মধুর কাব্য রসে।
ভাবনাই কাব্য আর কাব্যই রচনা,
জগৎবাসীর মধ্যে রয়েছে এটি গুপ্ত,এতো নয় ছলনা।
তাই বলি আমি, আমরা সবাই কবি,
মনের ভাবনাই কবির অনন্য ছবি।
আমরা জগৎবাসী,আমরা সবাই কবি।।


রচনাকাল -
নিজ বাসভবন,
20/02/2017,সোমবার,
দুপুর - 02:15,