যে তন্ত্র হারায় মন্ত্র, সে কেমন গণতন্ত্র!
মা'র কোল শূন্য করে, সেটা কেমন স্বতন্ত্র!
সংবিধানে কি আছে লেখা? যে শূন্য করো পূর্ণ কোল!
গণতন্ত্রের গলা টিপে, বুকে করো গুলির হোল!
এটা কেমন স্বতন্ত্র! যে তন্ত্র হারায় মন্ত্র।
মা'র কোল শূন্য করে, এ কেমন গণতন্ত্র?

রচনাকাল -
১২-০৪-২০২১
১১:১২AM