কত দিন হয়ে গেল তুমি আস না।
আকাশে তাকিয়ে থাকি তোমাকে দেখি না।

তুমি সকলকে কর শান্ত ও শীতল।
তুমি ছাড়া এই গ্রীষ্মের কে থামাবে অনল?

তোমার গন কালো চুলের মত সজল মেঘমেলা।
চপল চকিত হরিনীর মত চোখ থেকে বৈদ্যুতিকতা।

গম্ভীর পুরুষের ন্যায় গুড়ু গুড়ু আকাশ হইতে অহংকার।
একটু ভয় ধরিয়েই ঝর ঝর শীতলতার বারি সঞ্চার।

সত্যি তুমি নেই,তাই ষষ্ঠ ঈন্দ্রীয় তোমায় নিয়ে ভাবছে।
কবে তোমার দেখা পাব তার আশায় বুক বাঁধছে।

তুমি শীঘ্র এসো কর এই ধরাধামেরে শীতল।
রক্ষাকবচ দাও বাঁচতে উদ্ভিদ ও প্রাণীকুল সকল।