বন্ধু তুমি সব পারো।
তোমার অধিকার শত সহস্র আরও বৃদ্ধি কর।
তুমি মোদের চোখে আঙ্গুল দিয়ে দেখাও ভুল।
আবার আমার বিপদে তুমিই তুলে নাও রক্ষা শূল।
বন্ধু তুমি দুঃখগাথার জীবনে মোরে পারো হাসাতে।
তুমি চাইলে শত কষ্ট হলেও না দিয়ে থাকতে পারিনে।
বন্ধু তুমি হতে পার অন্য মতাদর্শের।
আমার মত তুমি চাইতেই পার আদর্শের।
বন্ধু তুমি আমাকে পার বদলাতে।
আমিও কিন্তু তোমাকে পারি পাল্টাতে।
বন্ধু তুমি ভর দুপুরে বা মাঝ রাতে আমাকে ডাকতে পার।
বন্ধু তুমি আমার মৃত্যুতে না কেঁদেও থাকতে পার?