দেখো শুধু দেখে যাও।
বোলো না শুধু শুনে যাও।

চোখ আর কান খোলা রাখো।
ত্বককেও যথা সম্ভব উন্মুক্ত রাখো।

তবে সামাজিক শালীনতা বজায় রাখো।
জীভ বন্ধ রাখো শুধুমাত্র সাত্বিক খেতে খোল।

হাত জোড় করতে সেখো,ভিক্ষা তবে নহে জেনো।
করবন্ধ মুদ্রা জেতাতে পারে ক্ষেপা নির্বোধ জনতা।