যতই বল লাল ফিতার খুলছে ফাঁস।
আসলে প্রটোকলের চাপে মানুষের হাঁসফাঁস।

কর্তাভজনা এখনও মহান মন্ত্র।
এটাই আমলাতন্ত্রের সুখের যন্ত্র।

টিপসই মারা সুউচ্চ মহামন্ত্রী।
ট্রাসফারের ভয়ে আমলারা আজ মানুষিক বন্দি।

দায়িত্ব পালনে সদাই করে ভয়।
যদি মন্ত্রীর মানহানি হয়?

জ্ঞানগর্ভ এখনো আমলাতন্ত্র।
দাবিয়ে তাই রাখে তারে রাজতন্ত্র।

সময়ের কাজ হয় না সময়েও।
বুঝতে যে পারে চরম মূর্খ জনেও।

সঠিক কাজ টি হয় নাকো সময়ে।
সবাই ব্যাস্ত অকারণ ভাসনে।

আসল কথা টি হচ্ছে,
মূর্খেরা দেখে শুধু চক্ষু দিয়ে।
পণ্ডিতে দেখে জ্ঞাণচক্ষু নিয়ে।

শুধু চক্ষুর নেই কোন দাম।
মেনো চোখ সহ মগজের আসল কাম।