নীম গাছে নাকি থাকে বহ্মদত্তি?
গাছপালা থাকা নাকি বিষণ অস্বস্তি।
ঝড়া পাতা নাকি বোঁজায় ড্রেন?
মনে মনে ভাবি কি ভিষণ ব্রেন।
নোংরা ফেলে না তবু পৌরসভার বালতি চাই।
সকাল থেকে দেখি সব নোংরা ফেলছে,
তাদের যে পাশের পুকুর টা ভরানো চাই।
গন্ধরাজ গাছে নাকি ঝোলে সাপ দিবারাত্র।
সব গাছ কাটিতে ইহারা সর্বদাই খড়্গহস্ত।
ঈশ্বর তুমি এদের কেন যে বানালে?
বানিয়ে সেই এই সুন্দর পৃথিবীতেই পাঠালে?
একটূ ওদের দাও না বিবেক চৈতন্য।
ঝেড়ে ফেলে দাও ঐ সব পাপের পন্য।