বন্ধু মানে নির্লজ্জা হওয়া।
তাইতো এত কাছে পাওয়া।

ওটা শুধু ওরাই হয়।
যাদের লোকে বন্ধু কয়।

আয়নার মত নিজেকে দেখায়।
আত্মীয়রা যেটা কভু না পায়।

আজ এই বিশ্ব বন্ধু দিবসে।
সব বন্ধুরা নাচে মনের হর্ষে।