তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস।
তোরা কত দিন আর বই পড়তে বসস?

টুক টুক করে মোবাইল ঘেঁটে।
এঁটো কাঁটা খাস সব চেটে পুটে।

বই এখন লাইব্রেরীতে খাচ্ছে বই পোকারা।
কারোর দেখার সময় নেই ক্রিকেট  এখন সরকারি জুয়া।

বই এখন দেখি শুধু মাষ্টারের কাজে আসে।
বছরে চারবার ওটা ছাত্র ঠকাতে যে লাগে।