ওরা ভেসে চলে যায় দেশ থেকে দেশান্তরে।
ওরা কালচে এশিয়ান কান্ট্রিতে।

ওরাই আবার হালকা নীল ইউরোপে বা ইউ এস এ তে।
আমরা হলাম সব গার্ভেজ ফেলার দেশ ওদের কাছে।


ওদের সমুদ্রতীর নীল নীলিমায় নীল।
আমাদের কালো বা কম নীল ফেনীল।

অথচ আজি হতে শত সহস্র বছর আগে।
ওদের দেশ থেকে আর্যরা এসেছিল জেনে শুনে।


আসলে এখানকার আপনকরে নেওয়ার ভাষা পৃথিবীতে  আর নেই।
তাই তো ভারত বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রির জবাব নেই।