সাগরবেলায় পা ছড়িয়ে অজন্তা আর অনিমেষ।
অজন্তার প্রথম বিবাহের তিক্ততা আজ শেষ।
অনিমেষের এটা প্রথম,সে অচেনার আনন্দে মশগুল।
অজন্তার বুক করে দুরু দুরু,অভিজ্ঞতাই সব ভয়ের মুল।
এটা সামাজিক বিকাশের এক শুভ লক্ষণ বটে।
শয়তান প্রতিবেশির কুটকাচালী তবু চলতে থাকে।
অজন্তা কি ভাবে আরও একজন কে করবে সমর্পন?
বিধাতাই জানেন কি ধাতু দিয়ে তৈরী নারীদের মন।
পিতৃকুলের অসহনীয় দুঃশ্চিন্তা অজন্তা জানে।
মন দ্বিধাগ্রস্ত, তাও সাহসে ভর করে ভবিষ্যতে মাতে।
এই ব্যাথা কেবল নারীরা করে সহন।
দুনিয়া তাও জ্বলে ওঠে করিতে তাহারে গ্রহন।
প্রাণীকুল কেন ভোলে মাতৃ জঠরের নিশ্চয়তা?
10মাস 10দিন কি ভাবে যে কাটে জানে শুধুই মা।