সে এখনো বসে আছে মায়ের প্রসাদ পাবে বলে।
পাগলী এলোথেলো কুঙ্চিত কেশে শীর্ণ দেহে।
সকলে দেখছিল শেষে এক কর্তা এসে দিলেন তাড়ায়ে।
অশ্রুসিক্ত নয়নে চলে যাচ্ছিল মন যেন গভীর বিশাদে।
এক অর্ধ উলঙ্গ চুলে জটাধরা বুড়ো এসে দিল সকলকে ধমকে।
কহিল কেন সয়ং মাকে ফিরাইলি কিছুই নাবুঝে।