বাতাস যখন মৃদু মৃদু বহে।
পুষ্প সকল দোলে শরমেতে।
ভ্রমর আসিয়া উড়ে তাতে বসে।
তাহার স্পর্শে ফুল লাজেতে মরে।
মাধবি লতা দোলে আপন মনেতে।
প্রজাপ্রতি সবে রঙিন ডানা মুড়ে থাকে।
প্রকৃতির এই সৌন্দর্যের বিচ্ছুরণ।
প্রাণিকুল সবে আঁখি দ্বারা করে অনুধাবন।