ঘর যদি হয় দেহ, মন জানালা।
দরজা আর ঘুলঘুলিরা সব ইন্দ্রিয়ের মালা।
বন্ধ ঘরের জানালা খোলো।
ষষ্ঠ ইন্দ্রিয়ের আলো জ্বালো।
আসে যায় কাজে বেরোয়।
সন্ধ্যায় আবার ঘরেই ফেরায়।
বিশ্ববাসীরা সব ঘরের লোক।
ঘর ধরে নিও এবার ইহলোক।
জড় জীবন সবাই একই ঘরে।
সংসারজীবনে কোনটা কখন কাজে লাগে।
বেড়াতে গেলেও ছাড়তে হয় ঘর।
যদিও তাহা ক্ষনিকের তর।
ঘর বাড়ি সব ভাঙবে একদিন।
আত্মা ছাড়বে দেহ সেই দিন।
নতুন করে আবার হবে ঘর।
আত্মা ধরবে নতুনরূপে নর।
আদ্ধ্যাতিকতার নাও টি ধরে।
নতুন ঘরের হদিস পাবে।