আমি ঘুরে চলেছি সেই অনাদি অনন্তকাল ধরে।
কেউ কেউ আমাকে দেখে চলার চেষ্টা করে একসঙ্গে।
আমি দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতা ছাড়া আরও এক মাত্রা।
আমার না আছে শুরু না শেষ যাত্রা।
আমি কারোর জন্য করি না অপেক্ষা।
সর্বদা আমার কেবলই সম্মুখেই যাত্রা।
আমার বয়স যেদিন মনুষ্য জানিবে,
সেই ক্ষণেই যেনো এ মানব সভ্যতা থামিবে।
বহু মানুষ নিজেকে ঠকাতে সর্বদা ব্যাস্ত।
ওরা আমাকে বোকার মত পিছনে করে,
ভাবে ওরা যেন আমার থেকেও কর্মে ন্যাস্ত।
আমি সেই আদি অনন্ত সময়।
এখনো কি হয়নি তোমাদের বোধদয়?
ঘড়ি ভাবে সেই বোধহয় সময়।
যেমন মানুষ ভাবে সেই সর্বময়।
ঘড়ি যেমন আসলে সময় নয়।
সে শুধু মানব সৃষ্ট সময়ের দাস মাত্র,
মানবো সেই সর্বশক্তিমানের সৃষ্ট।
তারা কেবলই তাঁর আজ্ঞাকারী মাত্র।