যখন সবদিক থেকে আসে অন্ধকার।
যখন সব রাস্তা মনে হয় এবার একাকার।
যখন সবাই দেখেও আর দেখে না।
যখন খাবার দেখেও খেতে মন লাগে না।
যখন সব বন্ধুরা শুধু খারাপ দিক তুলে ধরে।
যখন সবাই আমার পরীক্ষা নিতে ব্যস্ত থাকে।
যখন একটুতেই আমি শুধু করি অভিমান।
যখন ঈশ্বরও মুচকি হাঁসার মত করে ভান।
যখন ভাবি আমার নেওয়া সব সিদ্ধান্ত ছিল ভুল।
যখন সবার সব ভালো দিক ভুলে ধরি শুধু ভুল।
যখন তার মধ্যেও কেউ কেউ করে আমার সম্মান।
যখন ক্লান্ত মন আমার তার ভেতরেও খোঁজে লুকানো অসম্মান।
যখন মৃত্যুর মত অবাঞ্ছিত কে ভাবি অতিব মহান।
যখন তরুন কালের ভালোলাগা সুন্দরীরা করে যেচে আহ্বান।
যখন অতি প্রীয় শীতকালকে কি ভাবে ভয় করায়।
যখন আমার ছোট্ট বোন ও প্রীয় ছাত্র জীবন হারায়।
যখন ইঞ্জিনিয়ার বন্ধুরা শুধু ইতিহাসের কথা কয়।
যখন যুবক কে দেখেও উঠে দাঁড়াতে হয়।
যখন সব নেশা বৃথা মনে হয়।
যখন ভালো গানও একঘেয়ে হয়।
এখন তোমরাই বল এসব কখন হয়?
এটা কি আমাদের সবারই হয়?