এসো আজ গীতাকে দেখাও।
হিন্দু ছাড়াও সবার মোনে জাগাও।

এ নয় কেবল হিন্দুদের বই।
ইহা জেনো সারা জগতের আদ্ধ্যাত্বিক মই।

ইহা এক অতি প্রাচীনতম বই গানের।
যখন সবার ছিল কেবল যোগাযোগ প্রাণের।

ওতে দেখ সপ্তদশ অধ্যায়।
বলা আছে ভালো থাকার কথা পাতায় পাতায়।

খাবার কেমন খাবে শোনো।
রস্যা,স্নিগ্ধা,স্থিরা আর মনোহরা মেনো।

যদি খাও রাজসিক তেল মশলাদার খানা।
দুঃখ শোক তোমাদের ছাড়বেনা জানা।

কটু, অম্ল,লবনাক্ত আর অতি উষ্ণ খাবার।
বাসি, উচ্ছিষ্ট,পচা,দুর্গন্ধযুক্ত খেয় না কিন্তু আবার।