ভালোবাসা কি?
এ এক অদ্ভুত অনূভুতি।
তার সাথে কারোর প্রতি সকল ঘৃণার অবলুপ্তি।

ঘৃণা কি?
এ এক সাধারণ অনুভূতি।
তার সাথে কারোর প্রতি সকল ভালোত্বের ইতি।

স্নেহ কি?
এ এক ঈশ্বর/আল্লাহ প্রদত্ব অনুভূতি।
যাহার কেবলই নিম্নগামী গমনের প্রতি্শ্রুতি।