কি আছে আবার নেই?
চেতনা সবার কৈ?
কি চলে সব চেয়ে দ্রুতগতিতে?
কামনাসক্ত মন কে না জানে?
কি আলোক গতীতে চলে?
দুর্নাম সবাই জেনেও না জানে।
কি যায় বহুদূর কিন্তু শক্তি না কমে।
সুনাম কস্তুরি সম বহুদূর চলে কিছু না কমে।
কি এক নিমেষে সব ভস্মীভূত করে কালো না করে?
ক্রোধ সব সম্পর্কের ইতি টানে মুহূর্তে।