জল যখন প্রপাত হয়।
তখন ধনীরা আনন্দ পায়।
যখন তৃষ্ণার্ত পান করে তখন আত্মা তৃপ্ত হয়।
গরীব যখন জল খায় তখন পেটের ক্ষুধার মৃত্যু হয়।
পারের কড়ি দিয় যখন মানুষ করে অথৈ জল পার।
তখন তারা ভাবে বুঝি আমার কার্য উদ্ধার।
বৃষ্টি হয়ে জল পড়িলে পাখি বৃক্ষের মহা আনন্দ।
তেমনি গরীব তখন ছাদের খোঁজে পায় মহা দুঃখ।
একই জল জীবন আবার মৃত্যুরও কারণ ভাই।
কারোর সুখ কারোর দুঃখ চক্রবৎ চলে তাই।