পৃথিবী নাকি একদিকে হেলে গেছে।
কারণ মানুষ একনাগারে মাটি থেকে জল তুলে ফেলছে।
যেখানে মাত্র 43 লিটার পানিই একার যথেষ্ট।
শয়ে শয়ে পানি এই নরাধমগুলো করছে নষ্ট।
পানি বা জলই ধরে রাখে ধরিত্রীর ভারসাম্য।
তুলে তুলে অপব্যবহার মোদের করবে জীবন অসাধ্য।
জেনে রেখো তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে পানি।
এস আমরা সজাগ হয়ে সঙ্চয় করি মুল্যবান পানি।