তুমি যে বিদ্যার সাগর।
তুমি সকলের বিদ্যাসাগর।
তুমি দয়ারও সাগর।
তোমার দয়ার কথা দিকে দিকে হেথা হোথা।
তুমি জানতে না সাঁতার,শুনিলাম আজি।
তোমারে সাগর বলে সবে, তাই আর না ভাবি।
মাতৃভক্তি তোমার এতই উচ্চে করেছে গমন,
যে জনমত তুলেছিল সঠিক ভক্তিঢেউ ইতিহাসে তোমার দামোদর সন্তরন।