দাবদহে পুড়ছে শহর থেকে গ্রাম।
এবার তো বোঝ গাছের কত দাম।

তোমরা কি জানো একটি সাধারণ  নিম গাছ,
করতে পারে 15 টন এসির সমান ঠাণ্ডার কাজ।

সুযোগ পেলেই কুঠার ওঠে ঐ বৃক্ষ ধংশের তরে।
নরম হাত কে লাগাও তোমরা বৃক্ষরোপণ তরে।

তোমরা যারা পাকাপোক্ত একটু হও সচেষ্ট।
পৃথিবী টারে রাখতে হলে গাছ লাগাও যথেচ্ছ।

ভাবোতো মন টা দিয়ে ছেড়ে যাচ্ছো বাচ্চাদের কোন সে গ্রহে?
গাছ ভরা স্নিগ্ধ সবুজে না রুক্ষ কোন প্রণহীন স্থলে?