আজ আরও একজন এলো।
কি জানি?কেন সংসার ছেড়ে এলো?
কেউ বলে,কেউ লজ্জায় বলে না।
নিজের সৃষ্টির কলঙ্কের কথা বলতে চায় না।
অন্যের সামনে বড়াই করে সন্তানের।
ভেতরে গুমরে মরে,ক্রন্দন চেপে অন্তরের।
বেশির ভাগই সমাজে ছিল বেশ প্রতিষ্ঠিত।
ওরা যে হেরে গেছে গড়তে উত্তরসুরির মানবত্ত্ব।