প্রকৃতির আজ নিশিক্তকরন।
হচ্ছে ব্রহ্মরূপী বীজের মিলন।
অম্বুবাচীর পর প্রকৃতি আজ রজঃস্বলা।
আষাঢ়ের আগমনে তার অনন্ত ধারা।
প্রকৃতপক্ষে প্রকৃতিই আবার ব্রহ্ম হয়ে সর্বত্র পরিব্যাপ্ত।
কারণ প্রকৃতি নেই এমন স্থান বিশ্বে কখনো নস্থিত।
তবে গহন তপনে জানিবে বীজব্রহ্ম প্রকৃতির গর্ভেই সৃষ্টি।
তাই কখনো হইয়ো না ব্রতী করিতে ধংস প্রকৃতি।