আমি আর্নিকা কমাই থ্যাতলানো ব্যাথা।
আবার সায়াটিকাও কমাই,রোগী বুঝে কথা।
ভোবো না আমি হোমিওপ্যাথির তাই পার্শপ্রতিক্রিয়া বলে কিছু নাই।
না বুঝে খেলে মস্তিষ্কের রক্তক্ষরণ অসম্ভব কিছু নাই।
যদি খাও এল্যোপ্যাথির রক্ত তরলের ওষুধ, ভেবে চিন্তে খেও আর্নিকা বন্ধু।
হিমোফিলিয়ার সিম্পটম দেখতে পারো যদি হয় ভুল ঔষধ চয়ন কিন্তু।
ছোট বাচ্চা আর আর প্রাপ্ত বয়স্কদের হবে না একই পোটেনসি।
ছয় শিশু হলে 15 বয়স পর্যন্ত 30 দিও আর বেশিতে 100দিও ওর পোটেনসি।
গ্রামের মা বোনেরা মধ্য বয়সে ভোগেন সায়াটিকায়।
মানে কোমর থেকে পা নীচে বরাবর কামড়ায়।
ন্যাফালিয়াম মাদার টিনচার খেও জার্মানির তৈরী।
20 ফোঁটা করে দিতে নিতবার আধাকাপ জলে খেতে ভুলনি।