আজ কবিতা দিবসের শ্রদ্ধাঞ্জলি।।।।।।।।

নদী একা বহে চলে।
সামনে সাগর আছে সে জানে।

তার আগে কত শত শহর ও গ্রাম।
একেবারে শেষের আগে মোহনার গাঙ।

কত নৌকা, স্টিমার,মাঝারি জাহাজ ভাসছে বুকে।
কত নর ও নারী ও অন্যান্য জীব সাঁতার দেয় শুখে।

একেবারে তল দিয়ে গড়িয়ে চলে পাথর ও নূড়ি।
আকাশ সব সময় চেয়ে থাকে নিচে প্রবাহমান নদী।

আজ যে কবিতা দিবস সে খবর নদী কেনো রাখবে?
অনেক জমা কাজ শেষ করে সমানে সে চলেছে।