হরলিক্স বা কমপ্লান না খেয়েই বড় হয়ে গেলাম।
সাটের গন্ডি তো পেরিয়ে চোলে এলাম।

ছোট্ট থেকে ক্রমে ক্রমে শুধু বড়ই হলাম।
এই মহান বিশ্বের সব কিছুই ধোঁয়াসায় রাখলাম।

হজরত,যীশু,ব্যাসদেবের কতই কি পড়লাম।
সেই প্রকৃতির রহস্যঘন আচরন কি বুঝলাম?

দরগা,গীর্জা,মিশন,মন্দির যাচ্ছি; যেতেও থাকব।
কোথাও কিচ্ছু একটু শান্তি ছাড়া কি পেয়েছি বলব?

হঠাৎ এক মানুষের কথায় তীব্র গরমে রাস্তায় নাবলাম।
দেখি কত শত রাস্তাবাসি ছেঁড়া কাপড়ে কাগজ কুরোচ্ছে দেখলাম।

শুরু হল তাদের শিক্ষার আলো দেখাতে মদত।
তাঁর নির্দেশে ওদের মেডিক্যাল চেকআপও হল জবরদস্ত।

মনে হল সোজা বেহেস্ত/সর্গের কাছে আছি।
তোমরা আসবে নাকি? আমি থার আশাতে আছি।