এখনো সমাজে সৎ লোক বাসে।
শত অপমানেও কাটে না রা মুখে।
এখনো মানুষ সর্বদা হেঁসে কথা বলে।
গোমরা বা রাগী ও অহংকারী লোক সাথে।
এখনো অনেকে যেচে কথা বলে।
আবার প্রয়োজনে মুখ বুঁজে শুধু শোনে।
পদদলিত হয়েও কেন জানি গুঁই সর্প সম আবার ওঠে।
আবার অপমানিত হয় অহংকারীর কাছে, হাত জোড় করে তাও হাঁসে।
ওরা সবে জেনে গেছে চরম সত্য মৃত্যু যে দুয়ারে।
তাই শীতে গ্রীষ্মে রাগে আনন্দে সমরূপ আচরে।