মেঁও বলে মরলে তুমি সব মাছ আমার।
কুকুর বলে আরও বাঁচো ওগো প্রভু আমার।
নেতা ভাবে মাত্র পাঁচটা বছর, করতে হবে সাবার।
চামচ গুলো লেলিয়ে দেয় ছেলে পিলে সবার।
লজ্জা বলে নেই কিছু আর কেই ব্যাট না ধরে সেনাপতি।
টিভি ছেড়ে কেউ নামল ভোটে মেয়ে হোটেল গোয়ার কোটি পতি।
লিখতে গেলে কলম ভাঙ্গে সাকসেসফুল শিক্ষা মন্ত্রী।
কেউ আবার চোরির দায়ে টানে জেলের ঘানি।
খুনের আসামী মন্ত্রী হয়ে বনছে এনকাউন্টার স্পেশালিস্ট নামি।
বুলডেজরে ভাঙে সব কিন্তু লুকিয়ে ইসলামকে প্রচুর জমি।