কেন আমরা চোরেদের ভদ্রতা দেখাব?
কেন তাদের মুখোশ খুলে ছিঁড়ে না ফেলব?
কারণ টা শোনো তাহলে তুমি আর চোর একই আত্মার ভিন্ন দুটি শরীর মাত্র।
তাই চোরেদের শুধু চেনানো তোমার কাজ,শাস্তি দিবেন সৃষ্টি কর্তা শীঘ্র।
চোর বা অ মনুষ্য ধর্মের শরীর,ধংস হলে আত্মা পসিবে পবিত্র শরীর।
প্রকৃতির সমস্ত প্রয়োজনহীন দেহ,ধর্মআত্মাতে হবেই একদা হবেই পরিনত।
ধৈর্য্য ধরো হঠাৎ কুড়িয়ে পাওয়া চাকরির সব দেহ নিশ্চিতরূপে শীঘ্রই হবে পদানত।
কাম ক্রোধ লোভ এবং মায়া সব একদিন শেষ হবে যেদিন বুঝিবে সবই তাঁর খেলা।