তখন বিজ্ঞান উন্নতির চরম শিখরে।
রাত্রি সাড়ে তিনটায় পৃথিবী ধংস হবে।
হায় মানববুদ্ধি এখনো লোকে দামি জিনিস আগলাচ্ছে।
আরে কে বোঝাবে ওদের,পুরোটাই হবে শেষ অবশেষে।
অনেকেই ব্যাংকের এটিএমে লম্বা লাইনে দাড়িয়ে অপেক্ষাতে ঘামছে।
কোন কোন উন্মাদপ্রায়দের দেখলাম মাংসের দোকানে লাইনে,ঘড়ির কাঁটা ছুটছে।
কেউ তখনো প্রেমিকাকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন গলি খুঁজছে।
"ওরে" পুরো মানব সভ্যতাই তো প্রশ্নের মুখে।ধুঁকছে।
অনেকেই তখনো রেডি হচ্ছেন শেষের ঐ সেল্ফি তুলে রাখতে।
কাওকেও দেখলাম না মন্দির,মসজিদ বাাঁচাতে ছুটছে।