আজকে শুয়ে বিছানাতে।
সর্বঅঙ্গ মুখ ফিরাইতেছে।

সব সঞ্চয় খরছ করা,
সন্তানের লেখাপড়া শেষ করা।

এগুলো এখন ইতিহাস মাত্র।
আমি আজ দয়ার পাত্র।

কিছু বন্ধুরা আজও ফোন করে।
ওরাও আর বেশি বাহির না হব পারে।

ফোনই মোর শেষ সঙ্গী।
রিচার্জ করাই এখন ঝুক্কি।

স্নেহের বশে হইনু অন্ধ।
ব্যাংক একাউন্ট আমার ব্যবহার বন্ধ।

কি জানি কি করে ওরা অত পেনশন নিয়ে।
এস এসে মেসে দেখি কত টাকা ঢোকে।

ওটাই আমার আনন্দের দিন।
মাসের শেষে থাকে আনন্দে দিল।

অন লাইনের খরচ সবই দেখতে পাই।
একটিও মোর জন্য নয়।

ঠাকুর চাকর দেশ বিদেশ ঘোরাঘুরি।
ভালোই আছে বাবাকে দিয়ে ফাঁকি।