কত রঙ্গ দেখি দুনিয়ায়।
ভোটের আগে চক্ষুখোলে ভোটের মুদিখানায়।

নুন আনতে পান্তা ফুরায়।
ভোটের আগে ওদের বিবেক শুলোয়।

আবার সেই যথা পুর্বম তথা পরম।
এই ঘরানার অন্ত কবে কে বলিবে গরম গরম।