,,,,,,,,,,সোনালী দিনগুলি,,,,,,,,,,,,
সরষে ক্ষেতের হলুদ রঙে,
ফিঙে নাচে মনের আনন্দে।
সবুজের মধ্যে হলুদ মাখা।
আমার মায়ের শাড়ি খানা।
একটু গিয়েই সামনে পাবা।
খেজুর গাছে হাঁড়ি বাঁধা।
মেঠো পথে খালি পায়ে,
দিদির সাথে খালি গায়ে।
কুলুঙ্গিতে আচার রাখা।
ঠাকুমার আগে করি ফাঁকা।
চড়ক মেলা দেখতে গিয়ে,
চাকু কেনা কাউকে না বলে।
কুড়িয়ে পাওয়া কসি আম,
আঙ্গুল কেটে উঠলনা দাম।
মনে পরলে কান্না পায়।
সে দিন টা আর আসবে না হায়।